হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল সরবরাহ বন্ধ করছে স্যামসাং, এলজি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২০, ১০:১০

চীনের হুয়াওয়ে টেকনোলজিসের সময় ভালো যাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর এমনিতেই আমেরিকার কোম্পানিগুলো হুয়াওয়ের সাথে ব্যবসা বন্ধ করেছে। এবার শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি, স্যামসাং ও এলজি আর হুয়াওয়ে কে ডিসপ্লে প্যানেল যোগান দেবে না। এর কারণ হিসাবেও উঠে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।

দক্ষিণ কোরিয়ান সংবাদমাধ্যম চোসান বিজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং এবং এলজি, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আর প্রিমিয়াম ফোনের জন্য হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল সরবরাহ করবে না।

যদিও এ ব্যাপারে স্যামসাং ডিসপ্লে মুখ খুলতে চায়নি। স্যামসাং ডিসপ্লে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আইফোনে। এছাড়াও গত কয়েকবছর থেকে হুয়াওয়েও এই ডিসপ্লে নেওয়া শুরু করেছিল। তবে হয়তো স্যামসাং, হুয়াওয়ের সাথে তাদের সমস্ত ব্যবসা বন্ধ করতে চলেছে।

এদিকে এলজি ডিসপ্লে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি, কোম্পানি হুয়াওয়েকে যে সীমিত ডিসপ্লে সরবরাহ করতো তার ওপর কিছুটা প্রভাব ফেলবে। সম্ভবত আগামী ১৫ সেপ্টেম্বর থেকে হুয়াওয়ে স্যামসাং ও এলজি থেকে কোনো ডিসপ্লে প্যানেল পাবে না।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :