পর্বতারোহী রেশমার মৃত্যুতে গ্রেপ্তার চালকের বিচারের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২

নড়াইলে পর্বতারোহী রেশমা সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় মাইক্রোবাস চালকের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে জেলার লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এসব কর্মসূচি হয়।

সেইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- নড়াইল- ২ আসনের সাবেক সাংসদ হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খান আমিরুল ইসলাম, কবির হোসেন, প্রধান শিক্ষক হাসানুজ্জামান, লক্ষীপাশা বাজার বণিক সমিতির সভাপতি বিএম লিয়াকত হোসেন, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, শিক্ষক নেতা হান্নান বিশ্বাস, মফিজুর রহমান, ইকতিয়ার রহমান, আরিফ হোসেন, সাংস্কৃতিক কর্মী মিলু ঠাকুর, লিটন রেজা, যুবলীগ নেতা ছদরউদ্দীন শামীম, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান মিন্টু, নিহত রেশমা নাহার রত্নার বড় ভাই সেলিম শিকদার প্রমুখ।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট সকালে ঢাকায় সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানসংলগ্ন লেক রোডে মাইক্রোবাস চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত হন। এরপর ১৮ আগস্ট দুপুরে ঢাকার কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে সেই মাইক্রোবাসটি জব্দসহ চালক নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।

রেশমা নাহার রত্না নড়াইলের কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি হিমালয় জয়ের স্বপ্ন নিয়ে তিনি পর্বতারোহণের অভিযান শুরু করেন। দেশের কেওকারাডং চূড়া, কেনিয়ার লেনানা চূড়া, ভারতের কাঙরি পর্বত ও কাং ইয়াতসে-২ সফলভাবে আরোহণ করেন তিনি। আগামী বছর তার হিমালয় জয়ের অভিযান শুরু করার কথা ছিল বলে তার স্বজনরা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :