দখলমুক্ত হলো ভোলার ইলিশা ফেরিঘাট

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার যানজট নিরসন ও বেড়ি বাঁধ দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা  প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এ উচ্ছেদ অভিযান চালায়।

এতে বেড়ি বাঁধ ও বাঁধের পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে ইলিশা ফেরিঘাট এলাকায় এসকল অবৈধ স্থাপনার কারণে ফেরিঘাটে দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ফলে প্রশাসনের পক্ষ থেকে এ দুর্ভোগ লাগবে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য  মাইকিং করে  প্রচারণা চালানো হয়েছে। কিন্তু অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার মালিকরা তা সরিয়ে না নেওয়ায় বেকু দিয়ে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এলএ)