সামাজিক বনায়নে ‘অধিকার খর্ব’, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:১০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইলে সামাজিক বনায়নে উপকারভোগীদের ‘অধিকার খর্ব’ করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সদরের ঘোড়াখালি-রঘুনাথপুর এলাকায় এ মানববন্ধন হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, নড়াইল-মাগুরা সড়কের ঘোড়াখালি থেকে রঘুনাথপুর পর্যন্ত ২ কিলোমিটার সড়কের পাশে বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার গাছ লাগানো হেয়েছে। এগুলো ১২ বছর ধরে পরিচর্যা করে বড় করলেও উপকারভোগীদের অংশ বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এর আগে ২০০৯ সালের ৩০ এপ্রিল গাছ বিক্রির লভ্যাংশের চেক উপকারভোগীদের মাঝে বিতরণ করা হলেও এবার জেলা পরিষদ বাঁধা দিচ্ছে। অথচ চুক্তি অনুযায়ী উপকারভোগীরা গাছ বিক্রির ৬৫ শতাংশ পাবেন। বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- ঘোড়াখালি-রঘুনাথপুর বনায়ন সমিতির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাইফুল্লা, কোষাধ্যক্ষ ইমাম হাসান, সদস্য ইউসুফ মোল্যা, ইসলাম শেখ, আরজান বেগ, আবুল কালাম আজাদ পাখি প্রমুখ।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/পিএল)