বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আর নেই

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন ইমাম (৬১) শুক্রবার বিকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।

বিসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর মোঃ হুসেইন ইমাম (অবঃ) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার আকস্মাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

ইমাম ২০১৩ সালে বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে বিসিবিতে যোগ দেন। তিনি ২০১৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং ২০১৬ সালের এশিয়া কাপসহ অনেকগুলো ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে বিসিবির নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় করেন।

তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ড এবং ২০২০ সালে পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব সামলান। সবগুলো ভেন্যুতেই তিনি বিসিবির নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতির দায়িত্বে ছিলেন।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এসইউএল)