বরিশালে গৌরনদীতে বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসাছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:১১

বরিশালের গৌরনদীতে বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসা পড়ুয়া ছাত্র নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বেজহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (১৬) উপজেলার কাছেমাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা ব্রুনাই প্রবাসী মো. সিরাজুল ইসলামের ছেলে। সাইফুল ঢাকার একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা আমিন মোল্লা জানান, অর্থনৈতিক সংকটের কারণে সাইফুল ইসলাম রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। উপজেলার বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাঁদ সংস্কারের কাজে তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। ওই ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের ক্যাবল রয়েছে। বিকালে কাজ শেষ করার পর অপর দুই বন্ধুর সঙ্গে ছাদে অবস্থান করে কথা বলছিল। এক পর্যায়ে তিনি ক্যাবলের সংস্পর্শে এসে পড়েন। তখন বিদ্যুতের ক্যাবলে জড়িয়ে পড়েন।

বন্ধু ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গৌরনদী থানার ওসি বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :