বাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রাম-গাইবান্ধার মানুষদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৭

দ্রুত ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ কার্যকরী ব্যবস্থার দাবিতে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভাঙন কবলিত কয়েক হাজার মানুষ মানববন্ধন করেছে। সেইসঙ্গে গণস্বাক্ষর ও প্রধানমন্ত্রী বরাবর ডাকযোগে স্মারকলিপি পাঠানো হয়েছে।

রবিবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন, হরিপুর আওয়ামী লীগ নেতা আল মামুন শিমুল, কুড়িগ্রামের বাসিন্দা ফরহাদ আলী সরকার, আব্দুল আউয়াল মাস্টার, আবু তালেব প্রমুখ।

জানা গেছে, বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত গাইবান্ধা জেলার অংশ কাশিমবাজার এলাকায় তিস্তা নদীর তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। যার ফলে গত ১৫ দিনে মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান, পাকা সড়কসহ তিন শতাধিক বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে ফসলি জমি, গাছপালা, কয়েক হাজার বসতভিটাসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাচীন কাশিমবাজার হাট।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :