৫০ পর্বে ধারাবাহিক ‘ভিলেজ হট্টগোল’

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫

আরটিভির চলতি ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’। স্বাধীন শাহের রচনায় নাটকটি পরিচালনা করছেন ইমরান হাওলাদার। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গ্রামীণ পটভূমির উপর নির্মিত নাটকটি প্রচার হয়। আজ সোমবার প্রচার হবে ধারাবাহিকটির ৫০তম পর্ব।

নাটকের গল্পে গ্রামের তিন ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু। পরবর্তীতে পাগলা গারদ থেকে পালিয়ে আসা এক লোক নিজেকে পাগলের ডাক্তার বলে পরিচয় দিয়ে গ্রামে ঢুকে পাগল খুঁজতে থাকে।

এই ডাক্তারদের নিয়েই গ্রামে হট্টগোল চলতে থাকে। তাদের সাথে যোগ হয় ঘর জামাই গম চোর মেম্বার এবং সাবেক গম চোর মেম্বার। আরো আসে উগান্ডা থেকে আগত হারবাল চিকিৎসক। যদিও তিনি উগান্ডায় হাউসকিপিং ছিলেন। তাদের নিয়ে ঘটতে থাকে নিত্যনতুন মজার ঘটনা।

তারকাবহুল ‘ভিলেজ হট্টগোল’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, তারিক স্বপন, নাদিয়া আহমেদ, বড়দা মিঠু, পুনম হাসান জুঁই, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, হান্নান শেলী, কেয়া মনি, রেশমী, আহমেদ সাজু, পারভেজ সুমন, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, ম আ সালাম, জয় রাজসহ অনেকে।

ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :