নরসিংদীতে দম্পতি হত্যায় ছেলের মামলা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৬ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে শিবপুর মডেল থানায় মামলাটি করেন নিহত বাড়িওয়ালা তাজুল ইসলামের ছেলে শাহিন মিয়া।

ভাড়াটিয়া বাদল মিয়াকে একমাত্র আসামি করে করা মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার বাদল মিয়া নরসিংদী সদর হাসাপাতালে চিকিৎসাধীন।

এদিকে গতরাতেই ময়নাতদন্ত শেষে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের কবরস্থানে নিহত দম্পতিকে দাফন করা হয়।

গতকাল রবিবার ভোরে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামে পারিবারিক কলহের জের ধরে তাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া কাঠমিস্ত্রি বাদল মিয়া তার স্ত্রী নাজমা বেগমকে কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গেলে বাড়ির মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকেও কুপিয়ে হত্যা করেন বাদল।

তিন খুনের ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত বাদল মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে নরসিংদী সদর থানায় চিকিৎসাধীন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রবিবার রাতেই শিবপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। যেহেতু অভিযুক্ত বাদল পুলিশ হেফাজতে, তাই দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :