সাগরে ক্ষতিকর বর্জ্য ফেলার অভিযোগে সিডব্লিউটিপি-কে জরিমানা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম এক্সপোর্ট প্রোসেসিং জোনের (সিইপিজেড) কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চিটাগং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট-কে (সিডব্লিউটিপি) জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার অভিযান চালিয়ে ক্ষতিকর তরল বর্জ্য বঙ্গোপসাগরে ফেলার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক নূরুল্লাহ নূরী জানান, গত ৯ সেপ্টেম্বর এনএসআই মেট্রো শাখার একটি টিম প্ল্যান্টটি সরেজমিন অনুসন্ধান করে। তাদের অনুসন্ধানে জানা যায়, গত ২৮ আগস্ট থেকে ১০ দিন অকার্যকর ছিল এ প্ল্যান্ট। এ ১০ দিনের প্রতিদিনই চট্টগ্রাম ইপিজেডের ৯ হাজার ২৩০ ঘনমিটার করে অপরিশোধিত তরল বর্জ্য ফেলা হয়েছে সাগরে। এতে পরিবেশ ও সাগরের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই সিডব্লিউটিপি-কে এ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে সিডব্লিউটিপি’র কারিগরি ত্রুটি সমাধানে সাত দিনের সময় দিয়েছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএল)