ভারতের লোকসভায় করোনার হানা

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭

বাধ্যতামূলক করোনা পরীক্ষায় ভারতের লোকসভার ১৭ জন সাংসদের রিপোর্ট পজিটিভ এসেছে। গত দুই দিনে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তবে তারা অধিবেশনে যোগ দিয়েছিলেন কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি। খবর আনন্দবাজারের।

করোনা সংক্রমণের জন্য এবার অধিবেশনের সময় কমিয়ে দেয়া হয়েছে। সাংসদদের বসার ব্যবস্থা থেকে শুরু করে সংসদের উভয় কক্ষের অধিবেশনের কার্যপদ্ধতিতেও অনেক রদবদল করা হয়েছে। তার অঙ্গ হিসেবেই প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। সেই অনুযায়ী দুদিন তাদের করোনা পরীক্ষা করা হয়।

জানা গিয়েছে, পজিটিভ রিপোর্ট আসা সাংসদদের মধ্যে বেশির ভাগ বিজেপির। দলের ১২ জন সাংসদের শরীরে করোনার জীবাণু মিলেছে। অন্য দলের মধ্যে ওয়াইএসআর কংগ্রেসের দুজন এবং শিবসেনা, ডিএমকে ও আরএলপি-র একজন করে সাংসদের রিপোর্ট পজিটিভ।

ভারতের লোকসভা, রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদের সংখ্যা ৭৬৫। তাদের মধ্যে ২০০ জনের বয়সই ৬৫ বছরের বেশি। এই সাংসদদেরই ঝুঁকি সবথেকে বেশি। ইতিমধ্যে দেশে সাতজন কেন্দ্রীয় মন্ত্রী এবং ২৫ জন সাংসদ, বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েক জন বিধায়ক, মন্ত্রী করোনায় মারাও গেছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ হাজার ৭৫৪ জন। এবং এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৭ জন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

এই বিভাগের সব খবর

শিরোনাম :