বরিশালে লঞ্চের কেবিনে মিলল নারীর লাশ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:২৯

ঢাকা-বরিশাল রুটের এমভি পারাবত-১১ লঞ্চের সিঙ্গেল কেবিন থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বরিশাল নদী বন্দরে নোঙ্গর করার লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে লাশ উদ্ধার করা হয়।

সদর নৌ থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার রাতে পারাবত-১১ লঞ্চ ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চটি ঘাট দেয়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যায়। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের অজ্ঞাত নারী যাত্রীর (বয়স আনুমানিক ৩৫/৪০) লাশ দেখতে পায়। খবর পেয়ে তারা (পুলিশ) গিয়ে দরজা খোলা অবস্থায় থাকা কেবিনের ভেতর থেকে লাশ উদ্ধার করেন। নারীর পরনে সালোয়ার কামিজ ছিল। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে কামরুল নামে এক যাত্রী ওই কেবিন বুকিং দিয়েছে। কেবিনের টিকিটে দেয়া তথ্যানুযায়ী মোবাইল নম্বরে ফোন দেয়া হলে কুমিল্লার লাকসামে অবস্থানরত একজন রিসিভ করেন। প্রাথমিক যাচাই-বাছাই মোবাইল নম্বরধারী কুমিল্লাতে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণাা করা হচ্ছে- ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি বুকিং দেয়া হয়েছিল।

ওসি জানান, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সাথে আরো যাত্রী ছিল। লঞ্চের সিসিটিভি ফুটেজ দেখাসহ রাতে কর্তব্যরতদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। লাশ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা লাশের ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা নেবে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :