গাজীপুরে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪০

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকার এসএস স্টিল মিলস নামে একটি কারখানায় গলানো গরম লোহা ও স্ফুলিঙ্গ সিটকে পড়ে দগ্ধ আরো এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই কারখানায় সংঘটিত দুর্ঘটনায় দুই শ্রমিক মারা গেলেন, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো দুই শ্রমিক। সোমবার সকাল ৯টার দিকে রিপন চন্দ্র মোহন্ত নামে ওই শ্রমিক শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান।

মৃত রিপন চন্দ্র মোহন্ত দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার পাচপীর গ্রামের বিনয় চন্দ্র মোহন্তের ছেলে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, গত শুক্রবার ভোর ৪টার দিকে কাজ করার সময় আগুনে গলানো গরম লোহা ও স্ফুলিঙ্গ সিটকে পড়ে পাঁচজন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে আজহার নামে এক শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় চার শ্রমিককে। পরবর্তীতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার সকাল চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান রিপন। এর আগে ওই হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান দুলাল শেখ নামে আরো এক শ্রমিক। হাসপাতালে ভর্তি রয়েছেন আহত শ্রমিক মোজাম্মেল হক ও নিলয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :