দ্বিতীয় মেয়াদে ১৫ জিবি ইন্টারনেট পেলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

অনলাইন ক্লাসে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ২২৪৩ শিক্ষার্থীকে ১৫ জিবি ইন্টানেট ডাটা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
তিনি বলেন, মোট ২২৪৩ জন শিক্ষার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এ ডাটা দেওয়া হয়েছে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের ইন্টানেট ডাটা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, অনলাইন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অসচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট প্রদানের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী সোমবার দ্বিতীয় ধাপে অসচ্ছল শিক্ষার্থীদের মোবাইলে ইন্টারনেট ডাটা পাঠানো হয়। এর আগে গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২১৬ জন অসচ্ছল শিক্ষার্থীকে ১৫ জিবি ইন্টারনেট দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
(ঢাকাটাইম১৪সেপ্টেম্বর/এলএ)