নড়াইলে ছাত্রলীগ নেতা হত্যায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০১

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনায় কুমড়ি গ্রামের সোহেল খানকে (৩৫) প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা হয়েছে। সোমবার দুপুরে নিহত রেজওয়ানের মা জরিনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করেন। এছাড়া অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির পাশে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় ছাত্রলীগ নেতা রেজওয়ানকে কুপিয়ে হত্যা করা হয়। রেজওয়ান দিঘলিয়া গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়েছে, সোহেল খানসহ এজাহারভুক্ত আসামিরা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। এসব কার্যকলাপের বিরোধিতা করায় রেজওয়ানকে হত্যা করা হয়েছে।
লোহাগড়া থানা সূত্রে জানা যায়, দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদির খানের ছেলে সোহেল খানের নামে হত্যা, ডাকাতি প্রচেষ্টা, চুরি, মারামারি, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে আটটি মামলা আছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)