নদী ভাঙনের প্রতিকার চেয়ে যমুনা তীরে মানববন্ধন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে যমুনা নদীর তীরে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি ও আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের কবল থেকে রক্ষায় সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কয়েক গ্রামের মানুষ। সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গয়রাগাছা এলাকায় নদীর তীরে যমুনা নদীর পূর্বপাড় ভাঙন প্রতিরোধ কমিটি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আকরাম হোসাইন, হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর আলী,  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহাব, আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে কর্মকর্তা নজরুল আজাদ, রাসেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোহালী, গয়রাগাছা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, হুগড়া, কাতুলী ও মাহমুদ নগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। এছাড়াও চলতি বছরের বন্যার সময় থেকে পানি নেমে যাওয়ায় ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা।’
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)