ওয়েব সিরিজে জুটিবদ্ধ মোশাররফ-মম

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৫

ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। একাধিক দর্শকপ্রিয় নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন ‘ভালোবাসা’ শিরোনামের একটি ওয়েব সিরিজে।

কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’-এর জন্য নির্মিত হচ্ছে চার পর্বের এই সিরিজটি। তবে দেখতে পাবেন দুই বাংলার দর্শকই। মুনতাহা বৃত্তার রচনায় সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

দক্ষ এই নির্মাতা জানান, ‘প্রাথমিকভাবে বলতে গেলে চলচ্চিত্রের আদলেই দর্শকের সামনে ওয়েব সিরিজটি উপস্থাপন করার চেষ্টা করছি। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে নিজেদের গল্পগুলো বলার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।’

মোশাররফ করিম বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি, ভালো লাগছে। গল্পের জন্যই যুক্ত হয়েছি কাজটিতে। গল্পে তিনটি চরিত্র থাকবে। যেখানে মধ্যবয়সী ও বৃদ্ধের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করি, দর্শক নতুন কিছু দেখতে পাবেন।’

অভিনেত্রী জাকিয়া বারী মম জানান, ‘ভালো একটা গল্পে কাজ শুরু করতে পেরে অনেক আনন্দিত। এছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার আলাদা একটা আনন্দ তো রয়েছেই। ওয়েব সিরিজটিতে দুই সময়ের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক, সামাজিক ও মূল্যবোধের গল্পে নির্মিত এই ওয়েব সিরিজ নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি, দর্শক ভালো কিছু পাবেন, ইনশাআল্লাহ।’

গত ১২ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘ভালোবাসা’ ওয়েব সিরিজটির শুটিং। এছাড়া গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনেও এটির দৃশ্যধারণ করা হবে।

মোশাররফ করিম এবং মম ছাড়াও এই ওয়েব সিরিজটিতে দেখা যাবে এ কে আজাদ আদর, ওয়াসেক ইমাদসহ অনেককে। নির্মাণ শেষে শিগগিরই সিরিজটি ‘আড্ডা টাইমস’-এ মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :