বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণ স্টেডিয়াম

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৪ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খাজারচালা এলাকায় ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্প্রতি উদ্বোধনের অপেক্ষায় তাকা এই স্টেডিয়ামের উপর তিনটি বিদ্যুতের খুঁটি বসিয়ে বিদ্যুৎ লাইন সরবরাহ করেছে। এতে পুরো স্টেডিয়াম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ফলে উদ্বোধনের পর স্টেডিয়ামটিতে খেলাধুলায় যেমন বিঘ্ন ঘটবে তেমনি খেলোয়াড়রা ঝুঁকির মধ্যে থাকবে বলে স্থানীয়দের আশঙ্কা।

জানা গেছে, গ্রাম পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন ও প্রসার ঘটানোর লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। তারই অংশ হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার খাজারচালা এলাকায় স্টেডিয়ামটি নির্মিত হয়। ২০১৮ সালের অক্টোবরে স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষে এখন এটি উদ্বোধনের অপেক্ষায় আছে।

সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘স্টেডিয়ামের উপর বিদুৎতের খুঁটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।’

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘাটাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান জানান, স্টেডিয়ামটি নির্মাণের আগেই লাইনটি স্থাপন করা হয়েছে। খুঁটিগুলো সরিয়ে সুবিধাজনক বিকল্প স্থানে স্থাপনের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :