বনভোজনের ভটভটি উল্টে আহত ২৫

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৯

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে আসা ভটভটি উল্টে ২৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের গুরুচরন দুধনই এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা জানান, তারা কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার রমনা মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে শ্যালোচালিত ভটভটি যোগে ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষকসহ গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণে আসে তারা। বিকাল ৫টায় বাড়ি ফেরার পথে গুরুচরন দুধনই এলাকায় ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়ির সবাই কমবেশি আহত হয়।

ঝিনাইগাতী স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার আহিদ ইকবাল খোকন জানান, গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে শেরপুর সদর হাসপাতাল পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি দুর্ঘটনা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএল)