মাগুরায় করোনা ল্যাব স্থাপনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫

মাগুরায় করোনা টেস্ট ল্যাব, হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন ও সমাবেশ করে জেলার করোনা দূর্যোগ মোকাবিলা গণকমিটি।

সমাবেশ শেষে তারা পদযাত্রার মাধ্যমে মাগুরা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের দাবি আদায়ের আন্দোলন চলছে করোনার শুরু থেকে। গত দেড় মাস আগে এসব দাবি পূরণের জন্য স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জন এক মাস সময়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেড় মাস পার হলেও একটি দাবি পূরণ হয়নি।’

এছাড়া বক্তারা মাগুরা ২৫০শয্যা হাসপাতালে করোনা টেস্ট ল্যাব, হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনসহ নানা সুপারিশ তুলে ধরে সরকারের সমালোচনা করেন।

সমাবেশে বক্তব্য দেন- জেলার করোনা দূর্যোগ মোকাবিলা গণকমিটির সভাপতি মহব্বত আলী, বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও গণকমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু, যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ ও সদস্য বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :