গাজীপুরে ফোম কারখানায় আগুন

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬

গাজীপুরের পুবাইলে আল রাজী পলিমার নামে একটি ফোম তৈরির কারখানায় আগুন লেগেছে। গত রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, স্টিলের কাঠামোয় তৈরি এক তলাবিশিষ্ট কারখানাটিতে আগুন মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতা বেড়ে গেলে গাজীপুর ফায়ার সার্ভিসসহ আশেপাশের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আবদুল হামিদ আরও জানান, আগুনে ওই কারখানার মেশিনপত্র, সুতা, ফোম ও ফোম তৈরির কাঁচামাল পুড়ে গেছে। এছাড়া আগুনের মাত্রাতিরিক্ত তাপে কারখানার একাংশ ভেঙে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :