আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫২

নওগাঁর আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কনের বাবাকে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, সাইদুল ইসলাম (৪৯) ও মেহেদী হাসান(২০)।

সোমবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর গ্রামে সাইদুল ইসলামের মেয়ের সঙ্গে মিরাপুর গ্রামের কুদ্দুর হোসেনের ছেলে মেহেদী হাসানের বাল্য বিয়ে হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই মোস্তাফিজুরের নেতৃত্বে পুলিশের একটি দলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম উপস্থিত হন। এরপর তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইদুল ইসলামকে ১৫ দিনের সাজা এবং বর মেহেদী হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :