স্টেডিয়াম পরিদর্শনে শারজায় সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

মরু শহরে আইপিএল আয়োজন খতিয়ে দেখতে মাঠে নেমে পড়লেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আমিরাতে পৌঁছনোর পরের দিনেই শারজা ক্রিকেট স্টেজিয়ামে পরিদর্শনে যান বোর্ড প্রেসিডেন্ট৷ শারজা ছাড়াও মঙ্গলবার আবুধাবি ও দুবাইয়ে ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেন ভারতীয় ক্রিকেটের ‘বস’৷

করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছরে মার্চ মাস থেকে স্থগিত থাকা আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে আমিরাতে৷ বিশ্বের সবয়েচে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে৷ ফাইনাল ১০ নভেম্বর৷ করোনা ভাইরাসের কারণে বিসিসিআই এবার আইপিএল আয়োজনের দায়িত্ব দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে৷

দু’দিন আগেই আমিরশাহী পৌঁছে গিয়েছেন সৌরভ ও বোর্ডের অনান্য কর্তারা৷ সৌরভের সঙ্গে এদিন স্টেডিয়াম পরিদর্শনে ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এবং সিওও হেমাং আমিন৷ শারজা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে৷ এই স্টেডিয়ামে মোট ১২টি লিগ ম্যাচ হবে৷ লিগের শেষ ম্যাচটি হবে ৩ নভেম্বর মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে৷ তবে প্লে-অফ ম্যাচ গুলি কোথায় হবে, তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই৷

তবে মরু শহরের এই ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী রয়েছে অনেক স্মরণীয় মুহূর্তে৷ এক সময় প্রতি বছর এই স্টেডিয়ামে শারজা কাপ খেলতে ভারত ও পাকিস্তান৷ এখানে অনেক স্মরণীয় মুহূর্ত জড়িয়ে রয়েছে সৌরভের৷ এখানে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি-সহ ৭০০ বেশি রান রয়েছে প্রাক্তন বাঁ-হাতি ভারতীয় ওপেনারের৷ এছাড়াও সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাস্করের অনেক স্মরণীয় ইনিংস রয়েছে৷

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :