ক্রিকেটপ্রেমী সেই মা-ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৭ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কিছুদিন ধরে মা ছেলের ক্রিকেটীয় প্রেম নিয়ে বেশ চর্চা চলছে। ব্যাট হাতে বোর আপাদমস্তক হিজাব পরিহিত একজন মা, অন্যপ্রান্তে গায়ে পাঞ্জাবি-পায়জামা পরা শিশু ছেলের হাতে বল। হিজাব পরিহিত মায়ের হাতে তুলে দিলেন ব্যাট, আর শিশু ইয়ামিন বেছে নিল বল। মা ছেলের এমন অভাবনীয় ক্রিকেট প্রেমের ছবি ফেসবুকে নজর কেড়েছে সবারই, প্রশংসাও কুঁড়িয়েছে বেশ।

এবার সেই মা ছেলেকে চমকে দিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকের সঙ্গে সেই ক্ষুদে ক্রিকেটারের সাক্ষাতের ছবি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট ভক্ত এই ক্ষুদেকে নিজের দর্শন দিয়েই ক্ষান্ত হননি মিস্টার ডিপেন্ডেবল, তাকে নিজের ’১৫ নম্বর’ জার্সি, গ্লাভস ও অটোগ্রাফযুক্ত ব্যাট উপহার দিয়েছেন মুশফিক।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল সাইটে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ছোট্ট ছেলের সঙ্গে ক্রিকেট খেলছেন বোরকা পরিহিত একজন মা। ক্রিকেটের প্রতি ভালোবাসায় মা- ছেলে সময়ের একটু আগেই মাঠে চলে আসেন। টিমমেট, কোচ কেউই আসেনি। অনেক্ষণ অপেক্ষায় থেকে আর বসে থাকতে ইচ্ছে হচ্ছিল না। তাই হিজাব পরিহিত মায়ের হাতে তুলে দিলেন ব্যাট, আর শিশু ইয়ামিন বেছে নিল বল। শুরু হয় ওয়ার্মআপ। ১১ বছরের ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিল তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা'কে নিজের লেগস্পিনের ঘূর্ণিতে কাবু করে বেশ উল্লাসে মাতে শিশু ইয়ামিন। এ সময় পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে।

মা-ছেলের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আলোকচিত্রি সাংবাদিক ফিরোজ আহমেদ। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :