অভিযানের পরও বেশি দামে পেঁয়াজ বিক্রি

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২১ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:০২

রাজশাহীর বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি ৯০ থেকে ১০০ টাকা। আর ভারতীয় পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা। বুধবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যেতেই দাম কিছুটা কমান ব্যবসায়ীরা।

কিন্তু ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার আধা ঘণ্টা পরই আবারো বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের।

রাজশাহী নগরীর সাহেববাজারে এই দৃশ্য দেখা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও নির্বাহী হাকিম নাজমুল হোসাইন বাজারটিতে ঢুকেছিলেন। তখন ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দেন কেজিতে ২৫ থেকে ৩০ টাকা করে। কিন্তু সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী তখনও অতিরিক্ত দামেই পেঁয়াজ বিক্রি করছিলেন। নির্বাহী হাকিম নাজমুল হোসাইন তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় বাড়তি দাম না নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে তারা বাজার থেকে চলে যান।

এর আধা ঘণ্টা পরই আবারও পেঁয়াজের দাম বাড়িয়ে দেন তারা। অথচ ম্যাজিস্ট্রেট থাকার সময় দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এই অভিযানই শেষ নয়। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে।’

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :