জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৯

সম্প্রতি নতুন করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো সুযোগ নেই জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। অতিদ্রুত এ প্রজ্ঞাপন বাতিলের দাবি মানা না হলে শিক্ষকরা পরে কঠোর আন্দোলনে নামার হুমকিও দেন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় দুই শিক্ষক সমবেত হয়ে এই বিক্ষোভ করেছেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতারা বলেন, 'সম্প্রতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে নতুন করে আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আজকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছি। বিগত ছয় তারিখে সচিব মহোদয় যে প্রজ্ঞাপনটি জারি করেছেন এটা অতি দ্রুত বাতিল করে আমাদের জাতীয়করণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।'

নীলফামারী থেকে আসা এক শিক্ষক বলেন, 'সারাদেশ থেকে চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার শিক্ষকরা এখানে উপস্থিত আছি। আমাদের জাতীয় গ্রহণ করতে হবে।এটাই হচ্ছে আমাদের মূল দাবি।'

বিক্ষোভে এক নারী শিক্ষক বলেন, 'সম্প্রতি জারি হওয়া এই বিজ্ঞপ্তি ২৪ ঘণ্টার মধ্যে বাতিল না করা হলে সারা বাংলাদেশ থেকে সব শিক্ষক পরিবার আন্দোলনে মাঠে নামবে। কারণ আমরা গত দু'বছর ধরে কয়েক দফায় অনশন করেছি এ দাবি নিয়ে তখন আমাদেরকে সরকার আশ্বাস দিয়েছেন কিন্তু এখন জাতীয়করণ করার সুযোগ নেই বলছে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার কারণে আমরা শোকাহত এবং মর্মাহত।'

বিক্ষোভে অংশ নেয়া আরেক শিক্ষক বলেন, আমাদের পেটে ক্ষুধা। করোনার মধ্যে আমরা খাবার পাচ্ছি না। সরকার রোহিঙ্গাদের খাবার দিচ্ছে কিন্তু আমাদের বিষয়টা ভেবে দেখছে না। অতি দ্রুত যদি এটা বাতিল না করা হয় তাহলে এখন প্রতিটা বিদ্যালয় থেকে একজন এসেছে পরে কঠোর আন্দোলনে নামবে প্রতি বিদ্যালয়ের সবাই আন্দোলন করবো।

এসময় আন্দোলনকারীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/টিএটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :