হেফাজতে মৃত্যু: দুই লাখ ক্ষতিপূরণ দিল এসআই জাহিদের পরিবার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তৎকালীন উপ-পরিদর্শক জাহিদুর রহমানের পক্ষে ক্ষতিপূরণের দুই লাখ টাকা জমা দিয়েছে তার পরিবার।

বুধবার বাংলাদেশ ব্যাংকে এই টাকা জমা দেয়া হয়। এ টাকা মামলার বাদী নিহত জনির ভাই পাবেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার এসআই জাহিদের আইনজীবী ফারুক আহম্মেদ মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে এ টাকা জমা দেন।

টাকা জমা দেওয়ার পরে আইনজীবী ফারুক আহম্মেদ সাংবাদিকদের বলেন, আমরা আদালতের নির্দেশে ক্ষতিপূরণের ২ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি। আমরা এখন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করবো।

এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এক আদেশে থানায় নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান জাহিদসহ তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া মামলার অপর দুই আসামির সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের এটি প্রথম রায়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টু। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এছাড়া তিন পুলিশ সদস্যের প্রত্যেককে ১৪ দিনের মধ্যে বাদীকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এআর/ইএস)