অপূর্বর গল্প ভাবনায় সাফা কবির

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬

বিনোদন প্রতিবেদক

করোনাকালীন বিরতি কাটিয়ে আবারও সরব হয়েছে বাংলাদেশের বিনোদন দুনিয়া। বেশ কয়েক মাস শুটিং বন্ধ থাকার পর বর্তমানে আস্তে ধীরে চলছে লাইট-ক্যামরো-অ্যাকশন। নাটক,চলচ্চিত্র, মিউজিক ভিডিও- সব মাধ্যমের কাজই শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করলেন বিশেষ নাটক ‘অনেস্টি ইজ দ্যা বেস্ট পলিসি’। এটির চিত্রনাট্যও তিনি লিখেছেন। নাটকটির গল্প ভাবনা জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। এখানে তিনি প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন।

‘অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি’তে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের পরিচিত মুখ সাফা কবির। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। ‘গোল্লাছুট’ প্রযোজিত এ নাটকের বিভিন্ন চরিত্রে আরও আছেন রুশো, ফাইরাজ, রকি এবং রত্নাসহ অনেকে।

নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, বর্তমানে ‘অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি’র এডিটিংয়ের কাজ চলছে। এই কাজ শেষ হলে খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এএইচ