ঘাটাইলে চার ব্যবসায়ীকে জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৫ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৪

টাঙ্গাইলের ঘাটাইলে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানো, পেঁয়াজের চালান দেখাতে না পারায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ঘাটাইল বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী হাকিম অঞ্জন কুমার সরকার।

ভোক্তা অধিকার আইনে এ চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী সারাদেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অহেতুক পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ঘাটাইলের বিভিন্ন বাজারে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :