মির্জাপুরে পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতিকে সংবর্ধনা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:২১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা সহকারী কমিশনার জুবায়ের হোসেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলার লতিফপুর, আজগানা, গোড়াই, বাঁশতৈল, ফতেহপুর, ভাতগ্রাম, জামুর্কী, বানাইল, আনাইতারা, ভাওড়া ও মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, নওগাঁ-৬ আসনের সাংসদ ইস্রাফিল আলমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সভাপতির আসনটি শূন্য হয়। পরে রাষ্ট্রপতির আদেশে ফেডারেশনের সহসভাপতি বিপ্লব মাহমুদ উজ্জলকে সভাপতি নির্বাচিত করা হয়। তার বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের হলিদ্রচালা গ্রামে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/পিএল)