আদমশুমারিতে অন্তর্ভুক্তির দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:২১ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১২

আদমশুমারিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলার দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন।

এ সময় বক্তারা বলেন, ‘একবিংশ শতাব্দির এই যুগে শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে এ জনগোষ্ঠীর প্রতি বৈষম্য চলে আসছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য উপযুক্ত নীতিমালা গ্রহণ করা উচিত। এছাড়া এ গোষ্ঠীর জন্য টেকসই অভীষ্ট লক্ষ্যের আলোকে একটি জাতীয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।’

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শ্রী শ্যাম কিশোর দাস গোস্বামী মহারাজ্জী, সাজেমান আলী, সভাপতি ব্রক্ষনাথ ঠাকুর বারমা, সদস্য বিসুকা রানী দাস ও সঞ্চিতা দাস প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :