করোনায় কুমিল্লা মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওবায়দুর রহমান (৫৬) মারা গেছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, ডা. মো. ওবায়দুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে করোনা আক্রান্ত হয়। পরে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বৃহস্পতিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. মুজিবুর রহমান বলেন, ডা. ওবায়দুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :