করোনায় কুমিল্লা মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩১ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওবায়দুর রহমান মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা মহামারিতে প্রাণ হারিয়েছেন ৭০ জনের বেশি চিকিৎসক।

ডা. ওবায়দুর রহমান আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (ব্যাচ-২১) ডিগ্রি নেন ডা. ওবায়দুর রহমান ।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক এক শোকবার্তায় ডা. ওবায়দুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশে করোনা ভাইরাসে এখন পর‌্যন্ত সাড়ে সাত হাজারের বেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক আড়াই হাজারের বেশি। নার্স প্রায় দুই হাজার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজারের মতো।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :