অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২

ইংল্যান্ডের সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে নাটকীয় জয়ে সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজ হারের বদলা নিল অস্ট্রেলিয়া। বুধবার ওল্ড ট্র্যাফোর্ড সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় অজিবাহিনী। এই জয়ের কাণ্ডারি ছিল অ্যালেক্স ক্যারি এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরান। এর ফলে দুই বল বাকি থাকতেই ৩০৩ রানের টার্গেট ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। এর ফলে ঘরের মাঠে ২০১৫ সালের পর অস্ট্রেলিয়ার কাছে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারে ইংল্যান্ড৷

ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ জয়ের পথে একগুচ্ছ রেকর্ড:

১. ২০১৫ সাল থেকে পুরুষদের ওয়ানডে ম্যাচে ইনিংসের প্রথম ওভারে সর্বাধিক ১৮টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অজি পেসার মিচেল স্টার্ক৷ যিনি এদিন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্কা ও ইংল্যান্ডের ক্রিস ওকসকে ছাপিয়ে যান৷

২. অ্যাডাম জাম্পার ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিং৷ সিরিজে ১০টি উইকেট নেন অজি লেগস্পিনার৷ গড় ১৪.২৷ ওভার পিছু রান দিয়েছেন ৪.৭৷ সিরিজের সর্বাধিক উইকেটশিকারি জাম্পাই৷ তিনি হলেন প্রথম অজি স্পিনার, যিনি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০টি উইকেট নিয়েছেন৷ বিশ্বের মধ্যে সপ্তম স্পিনার হিসেবে তা করেন জাম্পা৷

৩. আন্তর্জাতিক ক্রিকেটে পা-রাখার পর থেকে ইংল্যান্ডের জো রুট প্রথমবার ইংলিশ সামারে তিন অংকের রানে পৌঁছতে ব্যর্থ হয়েছেন৷ এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তা করতে পারেননি৷

৪. গ্লেন ম্যাক্সওয়েল সিরিজের সর্বাধিক ১৮৬ রান করেন৷ সেই সঙ্গে অলরাউন্ডার হিসেবে ওয়ানডে কেরিয়ারে ৩ হাজার রানের মাইলস্টোন টপকে যান তিনি৷ ৫০ বছরের ওয়ানডে ক্রিকিটের ইতিহাসে যা দ্রুততম৷

৫. সিরিজের প্রথম ম্যাচে ম্যাক্সওয়েল মিলেচ মার্শ ষষ্ঠ উইকেট রেকর্ড ১২৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন৷ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে ষষ্ঠ উইকেট এটি সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ এর পাঁচদিন পর এই রেকর্ড ভেঙে দেয় ম্যাক্সওয়েল-ক্যারি জুটি৷ ওল্ড ট্র্যাফোর্ডে ষষ্ঠ উইকেটে ২১২ রানের পার্টনারশিপ গড়ে৷ যা যে কোনও দলের বিরুদ্ধে এটি অস্ট্রেলিয়ার রেকর্ড৷

৬. ষষ্ঠ উইকেটে ম্যাক্সওয়েল-ক্যারির ২১২ রানের পার্টনারশিপ ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ৷ প্রথমে রয়েছে নিউজিল্যান্ডের ২০১৫ সালে করা গ্র্যান্ট ইলিয়ট ও লুকি রনচির ২৬৭ রানের পার্টনারশিপ৷ দুই নম্বরে রয়েছে ২০০৭ সালে একটি চ্যারিটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও মাহেলা জয়বর্ধনের করা ২১৮ রানের পার্টনারশিপ৷

৭. ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়৷ এর আগে এখানে সর্বাধিক রান তাড়া করে জয় ছিল ২৮৬৷ ইংল্যান্ড ১৯৮৬ সালে ৬০ ওভারের ম্যাচে চার উইকেট হারিয়ে এই রান করেছিল৷

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :