ইউএনও হত্যাচেষ্টা মামলায় রবিউল ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০০

দিনাজপুরে ঘোড়াঘাট ইউএনও ওয়াহেদা খানমকে হত্যাচেষ্টা মামলায় ছয়দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মামলার অন্যতম আসামি রবিউল ইসলামকে আরো ছয়দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

কড়া নিরাপত্তা মধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর আদালতে হেলমেট পরিয়ে রবিউলকে নিয়ে আসে পুলিশ। তাকে পুলিশ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বললে রবিউল অপারগতা জানায়।

পরে ছয় ঘণ্টা পর পুলিশ বিকাল সাড়ে ৫টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনজুমান আরার আদালতে রবিউলকে হাজির করে আরো সাতদিনের রিমান্ড চায়। পরে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। দিনাজপুর কোর্ট পরিদর্শক ইসরাইল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গতঃ গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় ঘোড়াঘাট ইউএনওর বাস ভবনে ভেন্টিলেটার দিয়ে ঢুকে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা শেখ ওমর আলীর ওপর হামলা চালায়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :