বীরাঙ্গনা পাতাসী বেওয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের তাড়াশের বীরাঙ্গনা পাতাসী বেওয়া (৮০) মারা গেছেন। গত বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে মাগুরাবিনোদ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

পরে বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়া উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত ছমির প্রামাণিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, চার ছেলে, সতীর্থ মুক্তিযোদ্ধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী সাইদুর রহমান সাজু জানান, ১৯৭১ সালে পাকবাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় তাকে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সামরিক ক্যাম্পে। পরে তাদের দ্বারা সেখানে তিনি (পাতাসী বেওয়া) পাশবিক নির্যাতনের শিকার হন।

অপরদিকে পাক সেনাবাহিনী ও রাজকারদের হাতে পাশবিক নির্যাতনের শিকার তাড়াশের বীরাঙ্গনা পাতাসী বেওয়া মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেতে দীর্ঘ সময় লড়াইও করেছিলেন। পরে তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের আন্তরিক সহযোগিতায় ২০১৯ সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬০তম সভায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। 

তাকে দাফনকালে অন্যান্যের মধ্যে ছিলেন তাড়াশ ইউএনও মেজবাউল করিম, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, কমান্ডার গাজী সাইদুর রহমান সাজু প্রমুখ।

এদিকে বীরাঙ্গনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল আজিজ, সাবেক সাংসদ গাজী আমজাদ হোসেন মিলন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএল)