দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৬

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

এসময় বক্তারা বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজার অনুষ্ঠান হয় পাঁচ দিনব্যাপী। এতো বড় উৎসবে মাত্র একদিনের ছুটি দিয়ে আসছে সরকার। হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবে একদিনের ছুটিতে হয় না। একদিনের ছুটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের আত্মীয় স্বজনদের সাথে মিলিত হতে পারে না। তাই দুর্গোৎসব সবাইকে নিয়ে পালন করার জন্য তিন দিনের ছুটি ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের বাগেরহাট জেলা সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারণ সম্পাদক জুড়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক দ্বিগেন হালদার, যুব মহাজোটের সভাপতি সুব্রত চক্রবর্তী পলাশ, ছাত্র মহাজোটের সভাপতি দিলীপ বালা প্রমুখ।

প্রসঙ্গত, সারাদেশে একযোগে জাতীয় হিন্দু মহাজোট এই মানববন্ধন কর্মসূচি পালন করছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএল)