ঝিনাইদহের পাঁচ জায়গায় স্বাভাবিক দামে পণ্য বিক্রি

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৩

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে শহরের পাঁচটি স্থানে চলছে পণ্য বিক্রি।  

টিসিবি কর্তৃপক্ষ জানায়, শহরের শিশু একাডেমি চত্বর, উজির আলী স্কুল অ্যান্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে তিন কেজি চিনি, একই দামে দুই কেজি মসুর ডাল ও ৪০০ টাকায় পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণি পেশার মানুষের ভীড় দেখা গেছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/কেএম)