ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসছে আরও পাঁচ দেশ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭

আন্তর্জাতিক ডেস্ক

নতুন করে আরও পাচঁটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর নতুন করে আগ্রহ দেখানো দেশগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের তিন দেশ। জানিয়েছেন হুয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মেডোস। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। তবে ঠিক কোন দেশগুলো আগ্রহ প্রকাশ করেছে সেটা তিনি নির্দিষ্ট করে বলেননি।  

রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমান হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে পরবর্তী দেশ। কারণ গেল মঙ্গলবারে ওমানের রাষ্ট্রদূত হোয়াইট হাউজের আরব আমিরাত-বাহরাইন ও ইসরায়েলের মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, বুধবার ট্রাম্প নিজেও দাবি করেছেন সৌদি আরব খুব শিগগির ইসরায়েলের সঙ্গে চুক্তির সইয়ের টেবিলে বসতে যাচ্ছে। আর এই বিষয়ে সৌদি সরকারের সাথে ফোনে আলোচনা হয়েছে তার।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এনএইচএস/জেবি)