আনসারুল্লাহ বাংলাটিমের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৩ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩২
প্রতীকী ছবি।

ভোলা ও রাজধানীর খিলগাঁও থেকে আনসারুল্লাহ বাংলাটিমের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল সন্ধ্যায় ও শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সরোয়ার হোসেন ও মোজাহিদ মিয়া। এসময় উগ্রবাদী বেশকিছু ডকুমেন্টস, পুস্তিকা এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার-এসপি মোহাম্মদ আসলাম খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য সরোয়ারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সরোয়ার ও জঙ্গি সংগঠনটির সদস্যরা অনলাইনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উগ্রবাদী প্রচারণা চালাচ্ছিলো। সে নিজেও তার ফেসবুক আইডি থেকে জঙ্গি সংক্রান্ত মতবাদ প্রচার, সদস্য সংগ্রহ এবং একটি গ্রুপের মডারেটর ছিল। এছাড়া জিহাদি কার্যক্রমে উৎসাহ দেওয়ার পাশাপাশি বোমা-বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে রাজধানীর খিলগাঁও মোজাহিদ মিয়া নামে আরেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অনলাইন ছাড়াও সরাসরি উগ্রবাদী সংগঠক হিসেবে কাজ করতেন। এছাড়া সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের উগ্রবাদী মতবাদ প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিচ্ছিলেন। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধেই মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :