তিনি কওমি মাদ্রাসার আধুনিকায়নে ভূমিকা রেখেছেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৩ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮
২০১৭ সালে গণভবনে কওমি সনদের স্বীকৃতি অনুষ্ঠানে (ফাইল ছবি)

হেফাজত ইসলামের আমির ও দেশের শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘তিনি ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লামা শফী বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল রাতে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যায় তিনি মারা যান।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি সনদের যে স্বীকৃতি ঘোষণা করেন তা আল্লামা আহমদ শফীর হাত ধরেই বাস্তবায়ন হয়। তিনি কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান ছিলেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :