অনাহারে মরবে কোটি কোটি মানুষ, ধনীদের সাহায্যে চাইল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪

করোনা মহামারি, জলবায়ু পরির্বতন ও প্রাণঘাতী সংঘাতের ফলে অনাহারের আশঙ্কায় বিশ্বের কোটি কোটি মানুষ। তহবিল সংকটের কারণে সমগ্র বিশ্বে ৩৬টিরও বেশি দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। যার মধ্যে আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো অন্যতম। দেশটির ১ কোটি ৫৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে সতর্ক করেছে জাতিসংঘ।

এমন নাজুক পরিস্থিতি তুলে ধরে বিশ্বের কোটিপতি ও ধনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির প্রধান ডেভিড বেসলে বলেন, ‘মানুষের বেঁচে থাকার নিশ্চিতকরণে বিশ্বের সব ধনী দেশ ও কোটিপতিদের এগিয়ে আসা প্রয়োজন’।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেছেন, ‘অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছানো ২৭ কোটি মানুষের জন্য আরও বেশি সহায়তার দরকার। কারণ, তহবিল সঙ্কটের কারণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে মানবিক ত্রাণ সহায়তা কাটছাঁট করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে নাইজেরিয়া এবং দক্ষিণ সুদানে লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়েছেন’।

জাতিসংঘের খাদ্য কর্মসূচির ওপর একেবারে নির্ভরশীল বিশ্বের ৩ কোটি মানুষকে সহায়তার জন্য ৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার দরকার। এই সহায়তা না পাওয়া গেলে এক বছরের মধ্যে তারা মারা যাবেন।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বেসলে বলেছেন, বিশ্বজুড়ে ২ হাজারের বেশি বিলিওনিয়ার রয়েছেন; যাদের সম্পদের পরিমাণ ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। করোনাভাইরাস মহামারির সময়ও যুক্তরাষ্ট্রের কিছু বিলিওনিয়ার আরও বেশি টাকার মালিক হয়েছেন।

বিজনেস ইনসাইডার বলছে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মহামারি শুরুর সময় থেকে মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বাল্টিমোর, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলোন মাস্ক, ক্যাসিনো টাইকুন শেলডন অ্যাডেলসন ও অন্যান্য বিলিওনিয়ারদের সম্পদের পরিমাণ বহুগুনে বৃদ্ধি পেয়েছে।

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এনএইচএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :