‘কওমি মাদ্রাসাকে অনন্য উচ্চতায় নিয়েছেন আল্লামা শফী’

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
আল্লামা শফীর কার্যালয়ে মুফতি রুহুল আমীন (ফাইল ছবি)

চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সুদীর্ঘকালের মুহতামিম ও আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি রুহুল আমীন।

শুক্রবার রাতে এক শোক বার্তায় মুফতি রুহুল আমীন বলেন, ‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ছিলেন হজরত মাদানী রহ.-এর যোগ্য উত্তরসূরিদের অন্যতম। বেফাক, কওমি সনদের স্বীকৃতিসহ মাদারেসে কওমি ও ইসলামের বিভিন্ন বিষয়ে তার সাথে কাজ করেছি। কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য স্বকীয়তার প্রশ্নে কখনো আপস করেননি। তিনি মাদারিসে কওমিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।’

রুহুল আমীন বলেন, ‘তার ইন্তেকালে আমরা আমাদের অভিভাবক হারালাম। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।’

বিবৃতিতে তিনি আল্লামা শফীর রুহের মাগফেরাত কামনা করে জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছেন গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি উসামা আমীন,  কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার মহাসচিব মাওলানা শামছুল হক, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদা তাসনীম।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)