শরীরে অক্সিজেনের পরিমান জানাবে নতুন অ্যামাজফিট

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৫২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শাওমির সাব-ব্র্যান্ড হুয়ামি নতুন অ্যামাজফিট ব্যান্ড আনার ঘোষণা দিল। মডেল অ্যামাজফিট ৫। নতুন এই ফিটনেস ব্যান্ডে আছে ওলিড ডিসপ্লে, ব্লাড অক্সিজেন মনিটর এবং অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট। 

ডিভাইসটিতে ১.১ ইঞ্চির অ্যামোলিড কালার স্ক্রিনে ১২৬x২৯৪ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। এতে ৪৫ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। 

অ্যামাজফিট ৫ দিয়ে হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, নারীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা এবং মানসিক চাপের তথ্য দেবে। 

এর বিশেষ ফিচার হলো ব্লাড অক্সিজেন স্যাটুরেজশন লেভেল জানা। এজন্য ডিভাইসটিতে এসপি০২ সেন্সর রয়েছে। 

ডিভাইসটি পানিরোধী। এটি ৫ মিটার গভীর পানিতেও সচল থাকবে। ব্যাকআপের জন্য এতে ১২৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। যা এক চার্জে ১৫ দিন ব্যাকআপ দেবে।

আন্তর্জাতিক বাজারে ডিভাইসটির দাম ৪৫ ডলার।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)