আজ থেকে শুরু আইপিএল, প্রস্তুত ধোনি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১২

ভিন্ন আবহে আইপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। অতীতে বড় ম্যাচ জয়ের অভিজ্ঞতা এবারও তার দলকে বাড়তি সুবিধে দেবে বলেই মত সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। তাছাড়া দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মানসিকভাবে অনেক বেশি সঙ্কল্পবদ্ধ বলে দাবি করেন তিনি।

প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন ধোনি। গত মাসে আইপিএলের প্রস্তুতিতে নেমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যদিও ফ্লেমিং বলছেন, ‘‌এ‌সবের কোনও প্রভাবই পড়বে না। ধোনি মারাত্মক ফিট। মানসিকভাবে ও দলের সঙ্গে অনেক বেশি যুক্ত এবং সঙ্কল্পবদ্ধ। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দলে ওর মতো সিনিয়রের জন্য এই বিরতিটা বেশ কার্যকরী হবে। এমএস এখন অনেক বেশি তরতাজা এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’‌

তিনবারের চ্যাম্পিয়ন এই সিএসকে দলে ৩৫ বছরের বেশি বয়সি ক্রিকেটারের আধিক্যই বেশি। তালিকায় ধোনির পাশাপাশি শেন ওয়াটসন, ডোয়েন ব্রাভো, কেদার যাদব, ইমরান তাহিরের মতো নামও রয়েছে। ফ্লেমিংয়ের কথায়, ‘‌অভিজ্ঞ ক্রিকেটাররা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়টা বোঝে। সেজন্যই তারা কেরিয়ারে ভাল কিছু করেছে। তাছাড়া ওরা চাপ নিতে পারে, পরিস্থিতি অনুযায়ী হিসেবি ক্রিকেট খেলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এগুলো অভিজ্ঞতার সুফল, আর সেজন্যই আমরা ওদের বাড়তি গুরুত্ব দিই।’‌ পরক্ষণেই ফ্লেমিং যোগ করেন, ‘‌এই সিনিয়রদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের স্কিল মিলে দলকে আরও ভারসাম্যযুক্ত করে তুলেছে। সেজন্যই অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমরা ম্যাচ বের করে নিতে পারি।’‌

গতবারের ফাইনালে শেষ বলে ১ রানে হার। অবশ্য শক্তিধর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের লড়াইকে অন্যভাবে দেখছেন সিএসকে কোচ। ফ্লেমিং বলেন, ‘‌টুর্নামেন্টের প্রথম ম্যাচে সবসময় একটা অন্যরকম উত্তেজনা, চাপ থাকে। তাছাড়া চেন্নাই বনাম মুম্বই ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। আমরা সেটা উপভোগ করি। গতবছর ফাইনাল খেলেছি বলেই এবার উদ্বোধনী ম্যাচ নামার সুযোগ পেয়েছি। আশা করি এবারও দারুণ একটা লড়াই হবে। তাছাড়া মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বোঝা যাবে আমাদের প্রস্তুতি কেমন হয়েছে। বুঝতে পারব কোন কোন ক্ষেত্রে এখনও উন্নতির প্র‌য়োজন। এই সুযোগটা কাজে লাগাতে চাইছি।’‌

এবছর হোম অ্যাডভান্টেজ না থাকার চ্যালেঞ্জটাও উপভোগ করতে চাইছেন ফ্লেমিং।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :