ভালুকায় জমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ভালুকায় ভুয়া কাগজপত্র ব্যাবহার করে জমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী ৪০ পরিবারের ব্যানারে এই কর্মসূচি বাস্তবায়ন হয়। বিএনপি নেতা ভূমিদস্যু ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর বিরুদ্ধে এই অভিযোগ তুলে তার শাস্তি দাবি করেছেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিখা আক্তার, আব্দুল বারেক, আবুল কালাম, শহিদ উল্লাহ প্রমুখ। 

বক্তারা বলেন, বিএনপি নেতা ও ভূমিদস্যু ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু আমাদের নিঃস্ব করে দিয়েছে। ভুয়া ভোটার আইডি কার্ড ও কাগজপত্র ব্যাবহার করে আমাদের বাশিল মৌজার আট একর জমি জালিয়াতি করে আত্মসাত করেছে। সেই জমি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে নামজারি ও জমা খারিজ করে অবৈধভাবে কোটি কোটি টাকা ব্যাংক লোন করেছে।

তারা বলেন, আমরা এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। আমরা আমাদের জমি ফিরে পেতে চাই। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দপ্তরে ঘুরেও আমরা এর কোনো বিচার পাইনি।

অভিযুক্ত ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি বলেন, ‘আমি টাকা দিয়ে জমি কিনেছি। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)