কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪

ঢাকাটাইমস ডেস্ক

বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে বিসিজি স্টেশন হিমছড়ি কক্সবাজারের রামু থানাধীন রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি সন্দেহজনক ছোট নৌকা থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে ঝাউবনের গহীনে পালিয়ে যায়।

অভিযানে মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।

জব্দৃকত ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 (ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেবি)