ধামইরহাটে দেওয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর ধামইরহাটে ইটের দেওয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার মঙ্গলবাড়ি নামক বাজারের হাসান জুয়েলার্সে গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন জুয়েলার্সের মালিক এনামুল হাসান।

তিনি জানান, শনিবার সকালে দোকানে ঢুকে দেখেন ইটের দেওয়াল কাটা। ভেতরে (দোকানে) সিন্দুকের তালা ভেঙ্গে দুইটি গলার চেইন, দুইটি কানের দুল, দুইটি আংটি, দুইটি রুলি-বালা, ১২০টি নাকের ফুল, কুন্ডলী পাশা তিন জোড়া, চান্দির নুপুরসহ প্রায় চার ভরি সোনা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।

এ বিষয়ে উপজেলার চেয়ারম্যান ওসমান আলী বলেন, ‘দোকানের পেছনে পুরোটাই অরক্ষিত ফাঁকা থাকায় খুব সহজেই চোরের দল দোকানটি চুরি করতে সক্ষম হয়েছে। নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ তদন্ত করছে। আমরাও বিষয়টি দেখছি।’ 

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, ‘আমি আমার পুরো টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। তবে, চুরির বিষয়ে তারা এখনও আমাদের কাছে লিখিতভাবে কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যাবস্থা নেব।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএল)