পাইকগাছায় চেয়ারম্যান হতে চান আওয়ামী লীগের চারজন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, ঢাকাটাইমস

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চারজন প্রার্থী দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।

দলীয় সূত্র মতে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পাঁচ প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। শুক্রবার সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে চারজন প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গন্ধুর একান্ত সহচর সাবেক এমএনএ শহীদ এমএ গফুরের ছেলে আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদ উজ্জামান তুষার মনোনয়ন সংগ্রহ করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত জমা দেননি।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যানের শূণ্য পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)