সংস্কৃতিপ্রেমী মাহবুব আমিন মিঠু

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:২১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১

বিনোদন প্রতিবেদক

সাংস্কৃতিক অঙ্গনের এক সংগ্রামী মানুষের নাম মাহবুব আমিন মিঠু। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে কীভাবে বিকশিত করা যায়- প্রতিনিয়ত তিনি সেই চেষ্টাই করে যা্চ্ছেন। এ  লক্ষ্যেই নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন ঢাকার উত্তরাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘গীতাঞ্জলি ললিতকলা একাডেমি’।

সুস্থ সাংস্কৃতিক শিক্ষার লক্ষ্যে ২০০৪ সালে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কয়েকজন শিল্পী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সমন্বয়ে কন্ঠ সংগীত, নৃত্য, তবলা, গীটার, অংকন, আবৃত্তি ও অভিনয় এবং পরবর্তীতে বেহালা, বাঁশি, সেতার ও আধুনিক নৃত্য মোট ১১টি বিভাগের সমন্বয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি গীতাঞ্জলির নামনুসারে তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

ব্যতিক্রমধর্মী উদ্যোগী মাহবুব আমিন মিঠু মনে করেন, সাংস্কৃতিক শিক্ষা শুধুমাত্র একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি পারফরমিং আর্ট। শিক্ষার্থীরা একাডেমি থেকে যে শিক্ষা গ্রহণ করল তা প্রয়োগের জন্য অবশ্যই একটি প্লাটফর্ম লাগবে। যা কিনা তাদেরকে দর্শক-শ্রোতার কাছাকাছি নিয়ে যাবে।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএম/এএইচ